সামসুজ জামান
সামসুজ জামান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার টোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও শিক্ষাতত্ত্বে এম.এ., বি এড, সাংবাদিকতায় পি.জি. ডিপ্লোমা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বয়স্ক শিক্ষার সার্টিফিকেট কোর্স, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমাজ সেবার ট্রেনিং-প্রাপ্ত, প্রাচীন কলাকেন্দ্র, চণ্ডীগড় থেকে তবলায় সঙ্গীত বিশারদ।
পোর্ট ব্লেয়ারে দু বছর লেকচারার হিসেবে যুক্ত থাকার পর ১৯৯২ থেকে ২০১৬-র নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্ত আন্দামানের সরকারী স্কুলের বাংলা ভাষা-সাহিত্যের শিক্ষক হিসেবে যুক্ত থেকে এখন অবসরপ্রাপ্ত।
N.C.E.R.T (C.B.S.E.)-র Translation & Development–এর কাজে Co-Ordinator & Translator হিসেবে প্রাথমিক স্তরের সমস্ত পাঠ্যগ্রন্থের অনুবাদের অভিজ্ঞতা রয়েছে তার। শিক্ষকতায় মাহাত্ম্যপূর্ণ যোগদানের জন্যে প্রশাসনের সর্বোচ্চ সম্মান উপ-রাজ্যপালের প্রশস্তি পত্র প্রাপক। এছাড়াও রাজ্য গ্রন্থাগার, পোর্টব্লেয়ারের গ্রন্থ-নির্বাচক মণ্ডলীর বাংলা বিভাগের প্রাক্তন সদস্য তিনি।
বর্তমানে লেখালেখি সূত্রে আকাশবাণী কলকাতা (গীতাঞ্জলি), আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, এফএম গোল্ড, বিবিধ ভারতী ইত্যাদির সঙ্গে এবং আকাশবাণী পোর্ট ব্লেয়ার, দূরদর্শন কেন্দ্র পোর্ট ব্লেয়ার, বিভিন্ন পত্র-পত্রিকা, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ লেখালিখি ও অন্যান্য অনুষ্ঠানের সূত্রে যুক্ত। বহু সরকারী-বেসরকারী পুরস্কার- সম্বর্ধনায় ভূষিত। রাজ্য যুব উৎসবে তবলা ও সমবেত লোকগীতিতে আন্দামানে প্রথম হয়ে জাতীয় যুব উৎসবে যোগদান ও কেন্দ্রিয় মন্ত্রীর প্রশংসা পত্র প্রাপক। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা দশটি