অরণ্য

মানুষের মতোই অরণ্যের অনেকাংশে জল
স্হিতিগ্রাহ্য পার্থিবতা শরীরে শরীরে
অরণ্য দাঁড়িয়ে থাকে, যে ভাবে কোনো আদিম পুরুষ
পার্থিব কোনো মানুষ স্বাধীন সমাসীন
দুঃখের গভীরে থাকা করুন নিঃশ্বাস চলা ফেরা করে
কত ব্যস্ততা শব্দহীন হয়ে আছে অরণ্যের ভেতরে
ঘুমিয়ে পড়ার শব্দের মতন নির্জন কোলাহল
ঘুমন্ত পাথর বা অবসাদে ঢাকা অরণ্য যেমন
কতো গূঢ় সংযম অরণ্যের ভেতরে
অরণ্যের থেকেও অধিক অরণ্য নির্মাণ হবে
অরণ্য ও কখনো পায় মানুষের মূর্তি
শোকার্ত দুঃখশীল মন তার
চলে যাব অরণ্যের কাছে আরো মৌন আরও ম্লান।

 

ছবিঋণ: রেজাউল কবির বাদল

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!