ইচ্ছাপ্রবণ

গভীর আঘাত সয়ে উঠে দাঁড়ালো যে মানুষ
মর্মমূল থেকে দুঃখ আছড়ে পড়ছে তার শরীরে
হাত, পা কাঁপছে কালো ছায়ার মতন
নুয়ে পড়ছে শরীর
মোমের মূর্তি ভেঙে পড়ছে শরীরে
হলুদ হাওয়ায় ভিজে যাচ্ছে সব
আরও কিছুটা অবকাশ দরকার
পথ্য, একমুঠো ভাত সব অচল
হাত কাঁপছে, পা কাঁপছে দুঃখের যন্ত্রনায়
কে যেন অবিরল বলে যাচ্ছে
সেরে উঠুক, সুস্থ হয়ে উঠুক আহত মানুষ
বড়ো ইচ্ছাপ্রবণ যে মানুষটা
কঠিন আঘাতে হলুদ হাওয়ার বুকে!
মানুষটা কি ভালো হবে না?

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!