প্রস্তুতি

যাব
সামনে শোকের নদী অশ্রু বইছে
ফুরিয়ে যাওয়া বিকেলটুকু
জীবনছায়ার মাপ নিচ্ছে
অন্ধকারে নিজের নামও মুছে যাচ্ছে

যাব
নীরবতা এসেছে আজ
অন্তহীন সহিষ্ণুতায় পাক খাচ্ছে অভিঘাত
কয়েকটি কাক বসল এসে
অনন্তও দিচ্ছে ডাক

যাব
ওই তো যাচ্ছে রবীন্দ্রনাথ,
সঙ্গে আছে শ্রাবণ মাস
ওই তো যাচ্ছে জীবনানন্দ
সঙ্গে আছে হেমন্তকাল

যাব
আবছা শহর, অস্পষ্ট মুখ
শুকিয়ে যাওয়া গোলাপগুচ্ছ
খালি পা, ছেঁড়া চপ্পল
ক্লান্ত লাগছে, ক্লান্ত খুব

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!