যে মুহূর্তগুলো আলগোছে ছুঁয়ে আছে তোমার

যে মুহূর্তগুলো আলগোছে ছুঁয়েছে তোমার টিপ, শাড়ির গন্ধ
সেই চিহ্নিতক্ষণ আমার ভালোলাগা।
যে স্বপ্নগুলো পাখির মতো আকাশ খুঁজতে গিয়ে আর ঘরে ফেরেনি
সে মুহূর্তেগুলো আমার সাহস।
যে ছন্দে হাওয়ায় ফুলেরা জি সার্পে বেজে ওঠে তাকে আমি
বসন্ত নামে চিনি
যে মুহুর্তেগুলো ঢেউ হারা নদীর মতো একা করে দিয়ে গেছে তাকে ডেকেছি
অযত্ন।
মেনে নিতে পারি এই যে মুহূর্তগুলো একান্তে পাহাড় হয়ে গেছে
মেনে নিতে পারি দরজার এপারে আমি আর বন্ধ ঘরে এসো প্রিয় সুখ
যত কিছু বিশ্বাস-কথা সামনে এসে দাঁড়ালে বলি সাক্ষাৎকার
মেনে নিতে পারি এই যে মুহূর্তগুলো তোমার অভিযোগ ঘিরে বিক্ষোভ দেখায়
সেই না-পাওয়ারাই ভালোবাসা

কাছাকাছি হয়েছি জারুল গাছের ছায়ায় কয়েকটি অভিমান- দিনে
পাশাপাশি কাটিয়েছি চাঁদ আর শাপলার আলোয় জোৎস্না মরশুমে
কেউ জানত না আমরা ভিতরে ভিতরে কাঁটাতার আঁকছি
শুধু বুকে বিচ্ছেদ লালন করব বলে!

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!