হাইকু: মকর সংক্রান্তি

#১
পৌষ পার্বণে
রসালো সমীরণে
তোমাকে চাই।

#২
সাকরাইনে
ওড়ে রঙিন ঘুড়ি
আকাশ ছুঁয়ে।

#৩
চব্বিশে শুনি
সাকরাইন মানা
অজ্ঞঘোষণা।

#৪
চালের গুড়ি
শীতে সাজে নক্সায়
মায়ের হাতে।

#৫
মাটির বাসনে
নব চালের ভাত
নতুন ঘ্রাণ।

#৬
বিহুর সুরে
সুখ-দুঃখ গাথা
পৌষপার্বণ।

#৭
পিঠা পার্বনে
ক্যাকটাসের কাঁটা
হুল ফোটায়।

#৮
পিঠা খাবে না
মরুভূমির বোলতা
করেছে পণ।

#৯
ঘুড়ি উড়ছে
লোকজ উৎসবে
মকর পর্বে।

#১০
খেজুর কাঁটা
অগ্নি চোখে পোড়ায়
রঙিন ঘুড়ি।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!