শব্দহীন ক্ষুধার তর্জমা – ১

#১
শরীরে পোষা আছে ধ্বংসের যত অনুষঙ্গ,
যৌথ বিকালের শেষে যে সন্ধ্যায় নেমে আসে সঙ্কুচিত ধ্বনি
জমাটবাঁধা তীব্র যন্ত্রণা নিয়ে ক্ষুধা ব্যাতীত কি অপেক্ষা করে?

ক্ষুধার যন্ত্রণা ছাড়া কে ফলায় সোনালী ফসল?
ক্ষুধা থেকে জন্ম নেয়া প্রতিটি অক্ষরে
বেঁচে থাকার তীব্রতায় নতুন ভোর আসে।

ক্ষুধার যন্ত্রণা আঁকে সমস্ত ধ্বংসের মানচিত্র,
ক্ষুধা মরে গেলে ধ্বংসযজ্ঞ থেমে যাবে পৃথিবীতে
এই কথা বলে শিশুটি ঘুমিয়ে গেলো নির্বিকার।

#২
বিতর্কিত সন্ধ্যা থেমে গেলে
নামলিপিহীন অক্ষর ও বিভ্রান্তির গানে
ক্ষুধার ফেনায় ঢেকে যায় ফসলের মাঠ।

সম্ভাব্য দুর্ভিক্ষের মতো ফুটে ওঠা চাঁদ
আফ্রিকার আকাশ থেকে ফিলিস্তিনের দিকে ছুটে যায়,
প্রাচীন ফিলাডেলফিয়ার তামাটে মুদ্রার ধ্বনি বেজে ওঠে!

মৃত্যুর রহস্যের দানায় জমাটবাঁধা এ ভূমি
বন্ধুরতা হারালে প্রকাশ পায়
সমস্ত সৃষ্টি ও ধ্বংসের একক “ক্ষুধা”।

#৩
সাপের বিবস্ত্র যাপনের মতো
ফোঁটা ফোঁটা রক্ত ঝরায় ক্ষুধায় নিমজ্জিত শিরা,
প্রাচীন কুঠারের আঘাতে আশ্চর্য চোখের ফেনা জমে যায়।

এখনো ক্ষুধাার্ত শিশুটি
রাতজাগা ক্ষুধার যন্ত্রণা নিয়ে
মহাকাশ জয়ের গল্প পড়ে,
পড়তে পড়তে ঘুমিয়ে যায়!

একদিন ক্ষুধাার্ত শিশুর চোখ
মহাকাশযানের গতি রোধ করে দিলে
নিজেকে সফল ভাবার ঘৃণায় মরে যাবে?

#৪
একখণ্ড রুটির কাছে পদদলিত হয় সমস্ত আগুন,
ক্ষুধা মন্দা শোকে শিশুর বিবর্ণ-ঝলসানো মুখ
বিষাক্ত করে তোলে পিতাজন্মকে।

এ গলি ও গলি করে সমস্ত শহর ঘোরে
রাতজাগা ক্ষুধার শরীর,
সমস্ত পাথর চুরচুর শব্দে ভেঙে যায় ক্ষুধার নিঃশ্বাসে।

ক্ষুধার যন্ত্রণায় মরে যাওয়া উত্তরাধিকার
ভেসে ওঠে জলের আয়নায়!

#৫
তোমার সমস্ত জলপাত্রে
ঘৃণার পিপাসা উপচে পড়ে উন্মীল আগুনের মতো,
সূর্যের চিবুক বেয়ে নেমে আসে ক্ষুধার মোজেজা।

প্রেম, ঘৃণা, মেঘ আর আগুনের হাহাকারে
অনিয়ন্ত্রিত হাওয়া দোল খায় পাথুরে ক্ষুধার তীক্ষèফলা,
দৃষ্টিহীন ভোরের পালক ঝরে পড়ে শিশুর কোমল চোখে।

ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে ওঠা শিশুকে
কোন্ যুদ্ধ জয়ের বিজয়গান শোনাবে বলো?

#৬
এখানে সন্ধ্যা নামায় চিরধরা বৃক্ষের বাকল;
সূর্যের নীলাভ ধ্বনি জলহীন শুষ্ক অভিশাপে
এক ক্ষয়হীন প্রলম্বিত মাদকতা জন্ম দেয়।

চারদিকে মৃত্যুহীন দাঁতালো ক্ষুধায়
আঁতকে ওঠে সমস্ত দুপুর,
মৃত্যু ও মগজ গলে অন্ধকারময় মুহুর্তের স্রোতে।

হে দেশ, হে রাত্রি প্রতিকারহীন ক্ষুধার মিছিলে
এক ফোঁটা জলের ভেতর সমস্ত সাগর বুঁদ হয়ে পড়ে থাকে!

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!