
শব্দহীন ক্ষুধার তর্জমা – ২
#৭ আলো গিলে ফেললে তোমার ছায়া তুমি কার কথা কও? কে তোমায় ছোঁয় নিঃশব্দ চাবুকে? ঘৃণা চোখে হেঁটে চলো বিশুদ্ধ মন খারাপে, আর কতদূর ভয়হীন ভোরের আকাশ? কেবলই রক্তচোখে স্লোগানে স্লোগানে মনে হয় ফিরে আসে আফ্রিকার কোনও ক্ষুধাার্ত শিশুর মুখ! কতোটা নির্লজ্জ-প্রেমহীন হলে জন্ম নেয় যুদ্ধশিশু স্বাধীনতাকামীর ঔরসে? #৮ নদীর প্রগাঢ় আওয়াজ, ঘোলাটে হাওয়া প্রাচীন…