কলকাতায় ছোটদের সাহিত্য পত্রিকা ‘পৃথ্বীরাজ’ এর আত্মপ্রকাশ
পশ্চিমবঙ্গ প্রকাশিত হল ছোটদের নতুন একটি সাহিত্য পত্রিকা পৃথ্বীরাজ। গত ১২ আগস্ট কলকাতার কলেজ স্কোয়ার ‘মহাবোধি সোসাইটি হল’এ রোহিণী নন্দন পুরস্কার প্রদান এবং শিশু-কিশোর পত্রিকা পৃথ্বীরাজ-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পত্রিকাটি সম্পদনা করেছেন পার্থপ্রতিম পাঁজা। আমাদের পৃথ্বীরাজ পত্রিকার প্রথম সংখ্যায় লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শেখর বসু, শ্যামলকান্তি দাশ, রতনতনু ঘাটী, চন্দন নাথ, সিদ্ধার্থ সিংহ, বাণীব্রত চক্রবর্তী,…