অঙ্কনগুলো
বিলাস বুঝিনি ছন্দবাস বুঝি কালশকুনের চোখ দেখে নতজানু হবে না মনপাড়া থেকে খুঁটে নেব আমার আরক্ত সুর অভিমুখ, ঘনিষ্ঠ হৃদয়বোধ পাখিরা আদর ভাঙে, গাছতলা সাজে সবুজ সুগম মন তো অনন্তে অনুক্ত আগুন উপরেখায় উপুড় প্রেমাত্মা ইশারা বুঝেছে অখন্ড অভিমানী বুকের জমিন জানে আলোর গা-কথা রূপান্তরিত নিবেদিত যত আদর্শ নির্ণয় লাজলজ্জা কোন উনুনে শুকাবো বিস্মৃতির নির্মিত…