ঋতু ফেরে
মেঘ ছুঁয়ে গড়িয়ে পড়ে আলো সন্ধ্যা পাখির ভিজিয়ে দেয় ডানা, সারিবদ্ধ রঙের বিভাব মায়া চলকে ওঠে আঁধার শামিয়ানা। বিনির্মাণে ভিতর জুড়ে দহন চিত্রাঙ্গদা ছোটায় রূপের ঘোড়া, কুয়াশা কুহক নিবিড় আবছায়া বসত মাটি ঋতুর বোঝাপড়া। অন্দরমহলে আজকে ভরা ডুবি জানালা গ্রিলে বিষাদ আবহমান, কাজল চোখে মায়া মেঘের ভার নারী পুরুষ দ্বৈত প্রবহমান। ঋতুযানে ফেরে ঋতু একা…