![অস্তিত্বের জাদুঘরেই অনন্ত কবিতার প্রবাহ](https://somoyershabdo.com/wp-content/uploads/2024/03/অস্তিত্বের-জাদুঘরেই-অনন্ত-কবিতার-প্রবাহ-600x400.png)
অস্তিত্বের জাদুঘরেই অনন্ত কবিতার প্রবাহ
কবিতা যখন নিজের সঙ্গে নিজেরই সংলাপ, তখন নিজেকে দেখার এর থেকে বড় আয়না আর আমাদের সামনে নেই। আয়নার সঙ্গে নিজেকে দেখার পার্থক্য হল,আয়না শুধু বাহিরের অবয়বটি দেখাতে পারে,কিন্তু কবিতা ভেতরের রূপটি তুলে আনতে পারে। আর এই ভেতরের রূপটিই আসল রূপ। এখানে ছলনা সাজে না। মিথ্যা আরোপ থাকে না। ভাঙনের নৈঃশাব্দ্যিক ক্রিয়া ও কান্না একইসঙ্গে উঠে…