বাংলার নবজাগরণ ও মাইকেল মধুসূদন ৪
মধ্যযুগ ছিল ভক্তির কবলিত, আর রেনেসাঁ-পরবর্তী আধুনিক যুগে আধিপত্য ঘটেছে যুক্তির। মধ্যযুগে সাহিত্যের প্রায় সব ধারাতেই নানাবিধ দেবদেবীর মাহাত্ম্যকথা বর্ণিত। মঙ্গলকাব্যগুলিতে অলৌকিক ক্ষমতাসম্পন্ন বলে মনে করা হয়েছে দেবদেবীদের। সেইসূত্রে ও কবিদের বাস্তব-বিমুখতার কারণেও বটে, কাব্যে অলৌকিকতা ও অতিবাস্তবতার ছড়াছড়ি। মধ্যযুগীয় কাব্য-কাহিনিতে এমন অনেক ঘটনার সাক্ষাৎ পাওয়া যায় যা যুক্তিহীন। আধুনিক পর্বে এসে এই অবাস্তবতা, অলৌকিকতা…