বিজন ভট্টাচার্যের নাটকে প্রান্তিক মানুষ ১
বিজন ভট্টাচার্যের নাটকে প্রান্তিক মানুষ সনৎকুমার নস্কর বাংলা নাটক ও নাট্যমঞ্চের জগতে বিজন ভট্টাচার্য এক অবিস্মরণীয় নাম। গত শতকের চল্লিশের দশকে যে গণনাট্য আন্দোলন সূচিত হয়েছিল, বিজন ছিলেন তার অন্যতম নেতৃত্ব। বস্তুত তাঁর নাটকগুলি দিয়েই গণনাট্য সংঘ তার যাত্রা শুরু করেছিল। এই সংগঠনের সেরা প্রযোজনা ছিল পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা ‘নবান্ন’। খেয়াল রাখতে হবে, গণনাট্য…
