ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ ১১
।।এগার।। তেরো নম্বরের বাড়িতে টিভি নেই। আশপাশের যে দু’-একটা বাড়িতে টিভি আছে, সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অবশ্য টিভি থেকেই বা কী লাভ! বেশির ভাগ সময়ই তো লোডশেডিং থাকে। যাদের বাড়িতে সোলার সিস্টেম আছে, তাদের কথা আলাদা। তা ছাড়া কলকাতার মতো অত চ্যানেল এখানে ধরে না। শুধু ডিডি বাংলা আর দূরদর্শন। ফলে নবীন মাস্টারের বাড়িতে যাওয়ার…