আমার অনুভবে কবিগুরু এবং মৈত্রেয়ী দেবী
মংপু , নামটা শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে। এখানে আমি অনেকবার এসেছি। আসলে জীবনের কিছু কিছু মুহূর্ত যেমন কখনোই ভোলা যায় না, তেমনি কিছু জায়গা এবং সেই জায়গাকে ঘিরে কিছু ভালোলাগা, আমার জীবনের মতোই মূল্যবান। কেন যে যাই এক-ই জায়গায় বারেবারে আমি জানি না। আসলে যতোবার যাই অনুভূতির রংটা অদ্ভুত ভাবে পালটে যায়। ভীষণ এক…