অনুসুয়ার মা
প্রীতির সাথে অনুসুয়া এবং তার পরিবারের সম্পর্কটা যদি কেউ ওদের পারস্পরিক সম্বোধন শুনে বুঝতে চেষ্টা করেন, তাহলে সেটা তার পক্ষে বেশ কস্টসাধ্য হবে। যেমন প্রীতি অনুসুয়াকে বলে সোনা মেয়ে, আর অনুসুয়া প্রীতিকে বলে সোম্মা। অনুসুয়ার বাবাকে প্রীতি ডাকেন স্টেপ ফাদার বলে, অনুসুয়ার বাবা প্রীতিকে ডাকেন অনুসুয়ার ছোটমা বলে। অনুসুয়ার মাকে প্রীতি ডাকেন আন্টি বলে কিন্তু…