ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ (বত্রিশ)
।। পর্ব – ৩২।। ২০০৭-এর ১২ মার্চ, সোমবার মহাকরণের একটি নিভৃত ঘরে উচ্চ পর্যায়ের বৈঠক বসল। সেখানে পুলিশকর্তারা হিসেব করে সরকারকে জানালেন, নন্দীগ্রামে তাঁরা যে অপারেশন চালাতে চাইছেন, সেখানে বাধ্য হয়ে পুলিশ গুলি চালালেও মৃত্যু হতে পারে খুব বেশি হলে কুড়ি জন গ্রামবাসীর। আর উত্তেজিত জনতা মারমুখী হয়ে ঝাঁপিয়ে পড়লে, সেখানে মারা যেতে পারে সর্বাধিক…