জাদুঘরের জাদু
বিখ্যাত ফরাসি লেখক সমালোচক আন্দ্রে মালরোঁ ১৯৪৫-৪৬-এ ছিলেন শার্ল দ্য গল সরকারের তথ্যমন্ত্রি, তারপর ১৯৫৯-৬৯ পর্যন্ত সংস্কৃতিমন্ত্রি। মালরোঁকে সবচাইতে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছিল ল্যুভ মিউজিয়ম। কেননা, মালরোঁ’র ভাবনা ছিল, জাদুঘর হচ্ছে একটা জাতির অস্তিত্বের প্রকাশ। ‘মুজে ইমাজিনেঘ্’ বা ‘ইমাজিনারি মিউজিয়ম’ শীর্ষক একটি লেখায় তিনি বলেছেন, “মিউজিয়ম ইজ নট্ আ ট্র্যাডিশন, ইট্স্ এ্যান এ্যাডভেঞ্চার”। ল্যুভ জাদুঘরের…