গহন মনের নাট্যকার, মরমি অভিনেতা: মনোজ মিত্র
নাটক এবং অভিনয় নাট্যশিল্পীর কাছে নিঃসন্দেহে একটি অস্ত্র বিশেষ। কিন্তু হাতের সেই অস্ত্র কীভাবে চালানো হবে তা নির্ভর করে নাট্যশিল্পীর মানসিক গঠন, মননশীলতা এবং প্রকাশভঙ্গির উপর। উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, অমল রায় প্রমূখ নাট্যকাররা তাঁদের নাটকের ভাষ্য যেভাবে উপস্থাপন করেছেন শম্ভু মিত্র,মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র প্রমূখ নাট্যকাররা কিন্তু তাঁদের নাটকে ভাষ্য সেভাবে উপস্থাপন করেননি, করতে…