
বাংলার জনজাতি আদিযুগের অন্যতম প্রধান জাতি
বিশ্বে বাংলা ভূখণ্ডের গঠন প্রায় দশ থেকে পঁচিশ লক্ষ বছর পূর্বে প্লাওসিন যুগে বলে গবেষকগণ মতামত দিয়েছেন। এই গঠন ভূতাত্ত্বিক। প্লাওসিন যুগের পরে প্লাইস্টোসিন যুগের উদ্ভব ঘটে। বিশ্বে প্লাওসিন যুগে জীবের বিবর্তনে নরাকারের বিবর্তন, যা প্লাইস্টোসিন যুগে মানুষের আর্বিভাব বলে মনে করা হয়। বাংলায় প্লাইস্টোসিন যুগের নিদর্শন বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর সহ বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়।…