
ঊনিশ শতকের প্রথমার্ধের সংবাদপত্রে হিন্দুঘরের নারীদের লেখালেখি
ঊনিশ শতকের বাংলার সামাজিক ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, সেযুগের হিন্দুঘরের নারীরাও তখনকার নব মূল্যবোধ এবং উদার ভাব ভাবনার শরিক হয়েছিলেন। আলোচ্যযুগের প্রথমদিকে মহিলাদের সাহিত্যচর্চায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে দেখা না গেলেও, তখনকার বিভিন্ন সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে সুষ্পষ্ট মতামত ব্যক্ত করতে কিন্তু অবশ্যই দেখা গিয়েছিল। আর তাঁদের এই ক্ষোভ বিক্ষোভের তরঙ্গগুলিই পরবর্তীকালের বাংলা সাহিত্যে…