সমরেশ বসু: বিতর্কিত উপন্যাসে অপ্রতিদ্বন্দ্বী নারী
সমরেশ বসুর সাহিত্যজীবনে সবচেয়ে বিতর্কিত উপন্যাস হিসেবে ‘বিবর’(১৯৬৫) এবং ‘প্রজাপতি’ (১৯৬৭)। উভয় উপন্যাসই অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হয় এবং বিশেষত ‘প্রজাপতি’বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ আইনি ও নান্দনিক বিতর্কের সূত্রপাত করে। ১৯৬৫ সালে প্রকাশিত ‘বিবর’ উপন্যাসে কলকাতার নগরজীবনে বেড়ে ওঠা একদল যুবকের মানসিক সংকট, হতাশা, যৌন বিভ্রান্তি এবং মূল্যবোধের ভাঙন চিত্রিত হয়েছে। স্বাধীনতা-পরবর্তী দ্রুত নগরায়ন, মধ্যবিত্ত…
