
‘পলাতকা’ কাব্য: বন্ধন ছিঁড়ে
দেশ যদি পরাধীন হয় তবে পুরুষও পরাধীন। নারী যদি দ্বিতীয় শ্রেণির হয় তবে তার ক্ষেত্রে সমস্যা আরো। নারীদের সামাজিক অবস্থান ছায়াপাত ঘটিয়েছে রবীন্দ্রনাথের ‘পলাতকা’ কাব্য। বর্তমান আলোচনায় উঠে এসেছে নারীর ভিন্ন অবস্থানের। অবহেলায় মৃত্যু, বৈধব্য পালন ও পুনর্বিবাহ, কালো মেয়ের চিত্র কিম্বা হারিয়ে যাওয়া মেয়ের ছবি নির্ণয।গভীর অনুসন্ধিৎসু হয়ে কবি গল্পের মতো বলে চলেছেন। ‘পলাতকা’…