সোনালী রোদের স্পর্শ
মধ্যরাত জেগে পরীদের খুঁজে গেছি- ওড়বার দুটো ডানা প্রয়োজন, আমি শুধু পাখি হতে চেয়েছি! তুমি প্রায়ই বলতে- “প্রতিটা সকাল আসে স্নিগ্ধতা নিয়ে! তার সৌন্দর্যকে উপভোগ করো।” কতদিন সকাল চেনাতে চেয়েছো… সে গুরুত্ব বুঝিনি কখনো। পাখিদের কিচিরমিচির শব্দে- আজ হঠাৎই ঘুম ভেঙে গেল। তাই খুলে দিলাম ভোরের জানলা। আর তখনই হুড়মুড়িয়ে- ঢুকে পড়ল একরাশ পূবের আলো।…