বায়ান্ন থেকে একাত্তর
কে বলেছে ভাষা আমার কেড়ে নেবে? নয়তো তাহা ঠিক। বাংলা হবে রাষ্ট্রভাষা এই ছিল আন্দোলনের দিক। আমার ভাষায় চলবে এ দেশ চলবে অফিস আদালত তাইতো শহীদ হল সোনার ছেলে সালাম, রফিক, শফিক, জব্বার,বরকত। রাষ্ট্রভাষা উর্দু হবে ঘোষণা দিলেন জিন্নাহ প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব বাংলা ‘তা হবে না, তা হবে না।’ মিছিলের পর মিছিল হল সারা…