প্রাচীন ধর্মমঙ্গলকাব্যের দুই কবি
অতীতের অনেক গবেষকেরই ধারণা ছিল যে, খেলারাম চক্রবর্তী বাংলার ধর্মমঙ্গলকাব্যের প্রাচীনতম কবি ছিলেন। তাঁদের এই ধারণার পিছনে যে কারণটি ছিল, সেটা হল যে— ১৩০২ বঙ্গাব্দের ‘জন্মভূমি’ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে হারাধন দত্ত ভক্তিনিধি দাবি করেছিলেন যে, তিনি খেলারামের ধর্মমঙ্গলের একটি প্রাচীন পুঁথি দেখেছিলেন এবং সেই পুঁথিটির থেকে তিনি সেটির রচনাকাল-নির্দেশক যে ছত্র দুটি উদ্ধৃত করেছিলেন,…