পাথরের নীরবতা
উৎসর্গ: ভাঙারি ব্যবসায়ী সোহাগকে- যাকে আজ প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে। একটি হাত উঠেছিল… ভাঙতে নয়- চেপে ধরতে। একটি মুখ থেমে গিয়েছিল… রাত্রি নামার আগেই। কোনো এক রাস্তায়, ঘরে ফেরা মানুষের ছোটাছুটি, আকাশে গোধূলির হালকা আগুন, আর মাটিতে লাল ছোপ ছোপ… আলপনা। কে বলবে- কে ছিল অপরাধী? কে-ই বা ছিল সাহসী? সব মুখেই মুখোশ…
