কাঁপন
একটি কাঁপন লিখি কাঁপন কি লেখা যায়? হুহু শব্দের কাছে দীর্ঘশ্বাস রাখি দীর্ঘশ্বাস কি রাখা যায়? যারা গোপন আলো জ্বালে নিজেদের মুখ দেখবে বলে আয়নার সামনে দাঁড়ায় আমি তাদেরই কেউ হই বাদাম ভাজা খাইনি কোনওদিন যাইনি গড়ের মাঠে মাটির দাওয়ায় ভাঙা সূর্য পেলে কুড়িয়ে নিয়েছি তপ্ত রোদের ঢেউ বিষাদের স্বাদ যতই তেতো হোক দুর্ভিক্ষে খেয়েছি…
