ফারহানা রহমান মূলত কবি। তবে তিনি কবিতার পাশাপাশি গল্প, অনুবাদ, প্রবন্ধ লিখেন। এছাড়াও তিনি নানা বিষয়ে গদ্যও লিখে থাকেন।
তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে—
অপরাহ্ণের চিঠি (কাব্যগ্রন্থ) -২০১৬, অপেরার দিনলিপি (কাব্যগ্রন্থ) -২০১৭ লুকিয়ে রেখেছি গোপন হাহাকার (কাব্যগ্রন্থ) -২০১৯, শ্রেণীশত্রু (গল্পগ্রন্থ) -২০২০, বিশ্বসেরা সিনামা কথা (চলচ্চিত্রের উপর লেখা গদ্যের বই)-২০২০, বিশ্ব সাহিত্যের কয়েকটি সেরা গল্প (অনুবাদ গল্পগ্রন্থ) -২০২২, অসীমের ঘোর লাগা ঠোঁটে (কাব্যগ্রন্থ) -২০২৩, শেষ কার্নিভ্যাল (গল্পগ্রন্থ) -২০২৩, অ্যাডোনিসের কবিতা (অনুবাদ কাব্যগ্রন্থ)- ২০২৪,
এছাড়া ২টি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে—
১. দিপাঞ্জলি ২০১৭ ও
২. মনোরথ ২০১৮
তিনি বই পড়তে, মুভি দেখতে ও ভ্রমণ ভালোবাসেন।