দুপুর

এ এমন এক বিষণ্ন দুপুর
তোমার চোখের ছায়া
প্রতিবিম্ব হয়ে আমার উপর
এসে পড়েছে, যেভাবে
অলসদিনের শেষে অশোধিত মনে
পতিত হয়েও ভেসে থাকে দৃশ্য,
স্নায়ুর ভেতর মায়াভাব
অস্থির রাতের দাহ্য মাধুকরী শোক!
দীর্ঘতম পথে কাঁটা বেছানো সঙ্কোচ
আর পেঁচাদের কৌতুহলি দৃষ্টি
ডাকছে সঙ্কেতে, শূন্যে,
পলাতক মেঘের আড়ালে শান্ত সূর্য!
Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!