শিশির বোলার’র কবিতা ‘রূপসী বাংলা’
বাংলা মায়ের বুকের উপর কাঁটাতারের বেড়া, এপার বাংলা ওপার বাংলা মধ্যে রক্তনদীর ধারা। বুকের ক্ষত দুঃখ যত মাতৃভূমি মাটি ছাড়ার ব্যথা, মৌলবাদী অপশক্তির বিভেদ, বিষমন্ত্র গাথা। বাংলা আমার মায়ের ভাষা অটুট বাঁধন বাঁধা, ভাষার বাঁধন দৃঢ় করে, শিথিল ধর্ম বিভেদ কাঁটা। গঙ্গা- পদ্মা দুটি কর সবুজ ধানের শীষে, স্নেহের আঁচল বিছিয়ে রাখে মেঠো পথের শেষে।…