![বিমূর্ত শূন্যতায় মূর্ত হয়েছে উপলব্ধির ক্ষরণ](https://somoyershabdo.com/wp-content/uploads/2023/09/Design-uten-navn-600x400.png)
বিমূর্ত শূন্যতায় মূর্ত হয়েছে উপলব্ধির ক্ষরণ
আপাত বিশৃঙ্খলা, যুক্তিহীন, স্বয়ংক্রিয় আত্মগত কোনো উৎস থেকে উপলব্ধির জাগরণ ঘটানো যদি সম্ভব হয়, তাহলেই ব্রতী মুখোপাধ্যায়ের কবিতার কাছে আমরা গিয়ে বসতে পারি। জীবনের সংরাগ আর অভিভব মেশানো এক শূন্যতার দরজায় উপলব্ধির নকশাগুলি মেলে দিতে পারি। বিমূর্ত চেতনায় চালিত হতে হতেই এক রূপজ অবয়বের কাছে আমাদের ভাবনা প্রক্রিয়ার নির্মাণ সাধিত হতে থাকে। জার্মানির হামবুর্গে বসবাসকারী…