![ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ৯)](https://somoyershabdo.com/wp-content/uploads/2023/08/১-600x400.jpg)
ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ৯)
প্রকৃতির রাজ্যে যেমন ঝড় ঝঞ্ঝা ঘটে থাকে, মানুষের জীবনেও তার সার্থক প্রতিফলন দেখতে পাওয়া যায়। রোজকার জীবন যেন প্রকৃতির আদলে এগিয়ে চলে। গ্রন্থিবন্ধনে প্রকৃতি আর মানুষ যেন হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। রাতের শেষে সকাল আসে। পূবের আকাশ লাল হয়। সূর্যের উঁকি দেখতে পাওয়া যায়। দুপুরে বিস্তার ঘটে পৃথিবীর প্রাচীনতম বন্ধুর গনগনে আলো। বিকেল হলে…