বাংলার নবজাগরণ ও মাইকেল মধুসূদন ৩
ইতালির রেনেসাঁসে দেখা গিয়েছিল গ্রিক ও রোমান সাহিত্যের পুনঃচর্চার ঐতিহ্য, যা প্রায় হাজার বছরের পুরোনো ধারার পুনরুজ্জীবন ঘটাতে সমর্থ হয়। মধুসূদনও গ্রিক ভাষা শিখে গ্রিসের মহাকবি হোমারের লেখা আয়ত্ত করতে সচেষ্ট হন। হোমারের প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা প্রকাশ পেয়েছে ‘হেক্টর বধ’-এর ভূমিকায়। মাইকেলের মতে, ইউরোপীয় মহাকাব্য রচয়িতাদের মধ্যে হোমারই শ্রেষ্ঠ। ‘মেঘনাদবধ কাব্য’টিকে তিনি নিজেই মূল্যায়ন…