ইতিহাসের বাস্তব এবং লেখকের বাস্তব: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১
।।এক।। ইংরেজি ভাষা-সাহিত্যে এম.এ. পিতার অর্থনীতিতে গ্র্যাজুয়েট পুত্রের জোড় সূরিত্ব ভারতীয় উপমহাদেশ থেকে এশিয়া অস্ট্রেলিয়া হয়ে শেষে চূড়ান্ত পরিব্যাপ্তি নেয় ইউরোপে গিয়ে। ছিলেন সামাজিক ও পেশাগত অবস্থানের শীর্ষে- পিতা-পুত্র দু’জনেই। এরকম পরম্পরাগত উচ্চাবস্থানে আসীন থেকে লেখালেখির মতন মজদুরিকে বেছে নেওয়াটা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তা-ও আবার, তাঁর সেই লেখালেখিতে তাঁরই সমাজের একেবারে নিম্নতল মানুষজনের প্রাধান্য। এমনকি, তিনি…