ধারাবাহিক উপন্যাস উত্তাল ৩৭
।। পর্ব- ৩৭।। নবীন মাস্টারের স্পষ্ট মনে আছে, এই তো সে দিনের কথা, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর দুই ব্যক্তিগত দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং আচমকা গুলি চালিয়ে হত্যা করে তাঁকে। প্রধানমন্ত্রীকে রক্ষা করার কথা যাদের, তারাই এ ভাবে হত্যা করল তাঁকে! সারা দেশ সে দিন ক্ষোভে ফেটে পড়েছিল। অফিস-কাছারি-স্কুল– সব বন্ধ…