দোলের স্মৃতি
দোলের স্মৃতি পি. শাশ্বতী ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সলজ্জ নববধূবেশে সুসজ্জিতা। গাছে গাছে কচিপাতার সমারোহ, আম্রমুকুলের সৌগন্ধে আমোদিত বিহ্বলিত বাতাস। চারিপাশে পলাশ,কৃষ্ণচূড়ার রং বাহারী। প্রাণের সাড়া জাগানো গানে আকাশ,বাতাস মুখরিত। দিকচক্রবাল আন্দোলিত মাঝিমাল্লার ভোজপুরী,বিহারী হোলির সুরে। দিগন্ত জুড়ে আজ ফুলের আগুন। এসবের মধ্য দিয়েই ফাগুনী পূর্ণিমায় আসে রঙের উৎসব। আগের দিন চাঁচর বা নেড়া পোড়ানোর…