
ইশরাত
তুমি জান, ডাক্তার আমাকে জিজ্ঞেস করলে আমি তারিখ উল্লেখ করে বলেছিলাম? ডাক্তার অবাক হয়ে প্রায় এক মিনিট আমার দিকে তাকিয়েছিলেন। সেটাই স্বাভাবিক না? বিয়ের সবে মাস পূর্ণ হয়েছে। এর মধ্যে মাত্র একদিন! ডাক্তার তো আর জানেন না, সেটাও শুধু আমার ইচ্ছার বিরুদ্ধেই না, আমি ভয়ে কুঁকড়ে গেছিলাম। আমি একদমই প্রস্তত ছিলাম না, কিন্ত কে কার…