গঙ্গা
সত্যি কি স্নান করে নিলে ধুয়ে যায় সব? আবার নতুন হয়ে ওঠে সজীবতা যে অপরাধী প্রতিদিন পাপ করে স্নান করে নেয় হাতের মায়ায় সঞ্চিত থাকে অভিশাপের কথা চেনা শহর থেকে ওরা প্রতিদিন পালিয়ে যায় দূরে যেখানে উঁচু নিচু সবুজের ঢল এই নদী একা লাবণ্য উদ্ভিদের ভেতরে নত হওয়া অপরাধীর দল দুচোখে সূর্যাস্ত নদী একা একাই…
