হাইকু: মাতৃভাষা দিবস
#১ শব্দের বিশ্বে সাদাকালো শ্লোগান ফাল্গুন দিনে। #২ বাসন্তি খোঁজে গাঁদা রঙা শাড়িতে অ আ ক খ গ #৩ ৮ই ফাল্গুন বিশ্বে আলো ছড়ায় হাজার মুখ। #৪ ভাষার আলো, ফোটায় গাঁদা ফুল সবুজ পত্রে। #৫ হিমের দেশে বর্ণমালা সেজেছে লাল গোলাপে। #৬ ভাষার মেলা হৃদয়ে বাজে সুর একুশ শব্দে। #৭ বসন্ত রাজ্যে ফুলহীন গাছেরা শোকে…