ধারাবাহিক উপন্যাস উত্তাল ২৭
।। পর্ব- ২৭।। কয়েক জন মিলে রাজকুমারকে কোনও রকমে ধরাধরি করে ভ্যানরিকশায় চাপিয়ে, একজন তো প্যাডেল করছিলই, বাকিরা পিছন থেকে উন্মাদের মতো ঠেলতে ঠেলতে বড় রাস্তায় নিয়ে এল। হাত দেখালেও কোনও গাড়ি থামছে না দেখে, গাড়িরাস্তার মাঝখানে বুক চিতিয়ে সটান দাঁড়িয়ে পড়ল তেরো নম্বর। প্রচণ্ড জোরে ছুটে আসা একটা গাড়ি বাধ্য হয়ে ব্রেক কষে দাঁড়িয়ে…